প্রকাশিত : ০৯:১৪
৩০ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট: ১০:০৭
৩০ ডিসেম্বর ২০২১
বেসরকারি খাতে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং চারটি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানোসহ ১২টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এত মোট ব্যয় হবে প্রায় ৭২ হাজার ৫৪০ কোটি টাকা।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিং-এ মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন জানান, বৈঠকে বেসরকারি খাতে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস বা আর-এলএনজিভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করবে কনসোর্টিয়াম অব কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড, জিই ক্যাপিটাল ইউএস হোল্ডিং ইন্ক, কনফিডেন্স পাওয়ার লিমিটেড ও ইলেকট্রোপ্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২২ বছর মেয়াদে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় করবে সরকার। এতে মোট ব্যয় হবে ৬৯ হাজার ১৫২ কোটি ১৬ লাখ টাকা।
তিনি জানান, বৈঠকে চারটি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানোর চারটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ইউনাইটেড এনার্জি লিমিটেড কর্তৃক পরিচালিত আশুগঞ্জ ৫৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক ভাড়া বিদ্যুৎ কেন্দ্র-এর মেয়াদ ৫ বছর বাড়ানো হয়েছে। এতে ব্যয় হবে ৪৫১ কোটি ২০ লাখ টাকা।
অতিরিক্ত সচিব জানান, অপর তিনটি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এনার্জি প্রিমা লিমিটেড-এর। কোম্পানিটির ফেঞ্চুগঞ্জ ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক ভাড়া বিদ্যুৎ কেন্দ্র-এর মেয়াদ ৩ বছর (ব্যয় হবে ২৭৮ কোটি ৬৪ লাখ টাকা); বগুড়া ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক ভাড়া বিদ্যুৎ কেন্দ্র-এর মেয়াদ ৩ বছর (ব্যয় হবে ১০৬ কোটি ৯২ লাখ টাকা) এবং কুমারগাঁও ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক ভাড়া বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ ১ বছর (২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত) বাড়ানো হয়েছে (ব্যয় হবে ৮৬ কোটি ৫২ লাখ টাকা)।
তিনি জানান, বৈঠকে চলতি অর্থবছরের জন্য খাদ্য অধিদপ্তর কর্তৃক ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ গম সরবরাহ করবে ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। এতে ব্যয় হবে ১৭৩ কোটি ৩৬ লাখ ৩১ হাজার টাকা।
অতিরিক্ত সচিব জানান, বৈঠকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক ২ কোটি ৯৭ লাখ ৬০ হাজার সাইকেল জন্ম নিয়ন্ত্রণ বড়ি (তৃতীয় প্রজন্ম) ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। পাঁচটি লটে এগুলো কেনা হবে। এর মধ্যে রেনেটা লিমিটেড থেকে ২টি লটে ১ কোটি ১৯ লাখ ৪ হাজার সাইকেল; টেকনো ড্রাগস লিমিটেড থেকে ২টি লটে ১ কোটি ১৯ লাখ ৪ হাজার সাইকেল এবং পপুলার ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড থেকে ১টি লটে ৫৯ লাখ ৫২ হাজার সাইকেল ওরাল পিল কেনা হবে। পাঁচটি লটে মোট ব্যয় হবে ১৪৮ কোটি ৮০ লাখ টাকা।
তিনি জানান, বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক প্যাকেজ-১২ এর দুটি লটের (লট-০১ ও লট-০২) আওতায় ২টি করে চারটি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারসহ সহায়ক জলযান ও আনুষঙ্গিক সরঞ্জামাদি ক্রয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। দুটি লটের মালামালই সরবরাহ করবে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। এতে লট-এর জন্য ব্যয় হবে ২১১ কোটি ৯৬ লাখ ৬৮ হাজার টাকা এবং লট-০২-এর জন্য ব্যয় হবে ২১১ কোটি ৯৬ লাখ ৬৮ হাজার টাকা।
অতিরিক্ত সচিব জানান, বৈঠকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক বান্দরবান জেলার ১টি উপজেলার বিদ্যালয়-বহির্ভূত শিশুদের শিখন কার্যক্রম বাস্তবায়নের জন্য শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র নামক বেসরকারি সংস্থা থেকে ২ কোটি ৭৭ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে ইমপ্লিমেনটেশন সাপোর্ট এজেন্সী হিসেবে সেবা ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
তিনি জানান, এছাড়া বৈঠকে রেলওয়ে কর্তৃক খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের দুটি প্যাকেজের (প্যাকেজ নং ডব্লিউডি-১ ও ডব্লিউডি-২) ব্যয় সংশোধনের (ভেরিয়েশন) দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ডব্লিউডি-১ প্যাকেজের নির্মাণ ব্যয় বাড়ছে ২৬৭ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা। এ প্যাকেজ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হচ্ছে ভারতের মেসার্স ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড।
অন্যদিকে ডব্লিউডি-২ প্যাকেজের নির্মাণ ব্যয় ১৮ কোটি ৫৬ লাখ ৫২ হাজার টাকা হ্রাস; লেজিসলেটিভ চেঞ্জের কারণে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ব্যয় ১২ কোটি ৩৩ হাজার টাকা এবং সিডি-ভ্যাট ভেরিয়েশন বাবদ ৭৩ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় হ্রাস করা হয়েছে। প্যাকেজটির সংশোধিত চুক্তি মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৮ কোটি ৯৪ লাখ ৯ হাজার টাকা। এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হচ্ছে ভারতের মেসার্স লারসেন অ্যান্ড টুরবো লিমিটেড।
অতিরিক্ত সচিব জানান, ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) কর্তৃক নরসিংদীর ঘোড়াশাল ৪র্থ ইউনিট রি-পাওয়ার্ড কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ও গ্যাস টারবাইন জেনারেটর অংশের যন্ত্রাংশ স্থাপন, সুষ্ঠু পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষজ্ঞ সেবা ক্রয়ের একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে অরিজিন্যাল ইক্যুইপমেন্ট মেনুফ্যাকচারার থেকে এ সেবা নেয়া হবে।