প্রকাশিত : ০৮:২০
১৬ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট: ০৮:২০
১৬ এপ্রিল ২০২২
ব্রিটেনে মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। গত ৩০ বছরের ইতিহাসে এই মুহূর্তে সবচেয়ে দ্রুত গতিতে পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি পাচ্ছে। মার্চ পর্যন্ত গত এক বছরে মূল্য বৃদ্ধির হার ৭ শতাংশে পৌঁছেছে। ফেব্রুয়ারি মাসেও মূল্য বৃদ্ধির এই হার ছিল ৬ দশমিক ২ শতাংশ।
গ্রেইটার ম্যানচেস্টারের একলসে অবস্থিত এই রেস্টুরেন্টে পিঁজার দামে প্রভাব ফেলেছে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি। পিঁজা বানানোর ময়দার দাম বেড়েছে। কারণ ইউক্রেন এবং রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ গম উৎপাদনকারী দুই দেশ। কুকিং অয়েলেরও বড় রপ্তানিকারক দেশ ইউক্রেন।
ব্যাংকের সুদের হার বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, ন্যাশনাল ইনস্যুরেন্স বৃদ্ধি এবং জ্বালানীর মূল্য বৃদ্ধির কারণে রেস্টুরেন্টের মেন্যুতেও দাম বাড়ানো হয়েছে। ফলে ভোক্তাদেরই নিতে হচ্ছে মূল্য বৃদ্ধির চাপ। অথচ রেস্টুরেন্টে খেতে আসা লোকেদের অন্যান্য খাতেও ব্যয় বৃদ্ধি পেয়েছে।
বিশ্ব পরিস্থিতির কারণেই ব্রিটেনের অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে ইউরোপে মূল্য বৃদ্ধির হার সাড়ে ৭শতাংশ হবে বলে ধারনা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গত চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ সাড়ে ৮শতাংশে পৌঁছেছে মূল্য বৃদ্ধি। আর রাশিয়ার সরকারি হিসাবে মূল্য বৃদ্ধির হার সাড়ে ১২ শতাংশ।
ব্রিটেনে মূল্য বৃদ্ধির চলমান প্রবণতা অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিশ্বব্যাপী কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে ব্রিটেনে এককভাবে এই মূল্য বৃদ্ধিতে লাগাম টেনে ধরতে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এর সুদের হার বাড়ানো যথেষ্ট কার্যকর হবেনা। তাই অর্থনীতিবিদেরা বলছেন, জীবনধারণের খরচ নিয়ন্ত্রণের মধ্যে আসার আগে আগামী মাসগুলোতে নিয়ন্ত্রণের আরও বাইরে যেতে থাকবে।