প্রকাশিত :  ০৬:৩২
৩০ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট: ০৭:৫০
৩০ ডিসেম্বর ২০২১

অবশেষে শেখ রাসেলের হাসি,৩০ শটের ম্যারাথন টাইব্রেকার

অবশেষে শেখ রাসেলের হাসি,৩০ শটের ম্যারাথন টাইব্রেকার


নাটকীয়তা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ফেডারেশন কাপের। একের পর এক নাটক মঞ্চস্থ হচ্ছে কমলাপুর স্টেডিয়ামের টার্ফে। কখনো হাস্যকর, কখনো রোমাঞ্চকর নাটক উপহার দিচ্ছে টুর্নামেন্টটি। 

ফেডারেশন কাপে এবার আবাহনী ও শেখ রাসেল এমন এক নাটকের জন্ম দিল যেটা ঘটে কালেভদ্রে। দুদল মিলিয়ে একে একে ৩০টি পেনাল্টি শট নেওয়ার পর এসেছে ম্যাচের ফল। 

নির্ধারিত সময় শেষে ম্যাচ ছিল ২-২ গোলের সমতা। পরে দুদল পাঁচটি করে পেনাল্টি শট নিলে ম্যাচের ফল ফের আটকে যায় ৪-৪ গোলে। পরে একে একে সাডেন ডেথে শট নিতে থাকেন ফুটবলাররা। ফলে দুদলের ২২ ফুটবলারই শট নেন। তাতেও আসেনি কোনো ফল।

শেষে দুদল আরও চারটি করে শট নেয়। এরপরই ১৩-১২ গোলে আবাহনীকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় শেখ রাসেল। আর আবাহনী হয়েছে গ্রুপ রানার-আপ। 



Leave Your Comments




খেলাধুলা এর আরও খবর