প্রকাশিত :  ০৬:০৩
৩০ ডিসেম্বর ২০২১

ওমিক্রনের ভয়াবহতা সবচেয়ে বেশি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ওমিক্রনের ভয়াবহতা সবচেয়ে বেশি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা



সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বেড়েছে নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপ। ওমিক্রনকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ ’ বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ বুধবার এ বিষয়ে সতর্কতা জারি করেছে সংস্থাটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগেুলোর তথ্যানুযায়ী, গত সপ্তাহে বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণের হার বেড়েছে ১১ শতাংশ। এর ফলে চীন, জার্মানি ও ফ্রান্সসহ বিভিন্ন দেশগুলোয় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।

এদিকে, অর্থনীতি সচল রাখার প্রয়াস রয়েছে বিভিন্ন দেশের সরকারের। দুদিকে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছেন দেশগুলোর সরকার প্রধান।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত ওমিক্রনের কারণে দেশগুলোয় সংক্রমণ বেড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক মহমারী সংক্রান্ত আপডেটে জানিয়েছে, করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্টকেও ছাড়িয়ে গেছে ওমিক্রনের ভয়াবহতা। বিশেষ করে নেদারল্যান্ড ও সুইজারল্যান্ডে ওমিক্রন করোনাভাইরাসের সব থেকে শক্তিশালী ধরনে পরিণত হয়েছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক মহামারী সংক্রান্ত আপডেট অনুযায়ী, করোনার নতুন ধরন ওমিক্রন ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’। গবেষণায় জানা গেছে, দুই-তিন দিনের মধ্যে ডেলটার তুলনায় দ্বিগুণ হারে বেড়েছে ওমিক্রনের সংক্রমণ।

সংস্থাটি আরো জানিয়েছে, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ডেনমার্কের তথ্যানুযায়ী, হাসপাতালগুলোয় ডেলটার থেকে নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যাই বেশি। তবে নতুন ধরনটি কতোটা গুরুতর তা জানতে আরো অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওমিক্রন সংক্রমণের আশঙ্কা দিন দিন বেড়েই চলছে। সংক্রমণের বিস্তার বাড়ার ফলে হাসপাতালগুলোয় রোগীর সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে যারা টিকা গ্রহণ করেনি, তাদের ঝুঁকি সব থেকে বেশি।


Leave Your Comments




বিশ্ব সংবাদ এর আরও খবর