প্রকাশিত : ০৫:২১
৩০ ডিসেম্বর ২০২১
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে আবু হেনা মো. রহমাতুল মুনিম পুনরায় নিয়োগ পাওয়ায় বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) এর নেতারা সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর) বাকাএভ আহবায়ক খন্দকার লুৎফল আজম, সদস্য সচিব মো. মজিবুর রহমান ও যুগ্ম মহাসচিব মো. এনামূল হক এই সাক্ষাতে অংশ নেন। সাক্ষাতে নেতৃবৃন্দ রাজস্ব আহরণকে জরুরী সেবাভুক্ত করার মাধ্যমে করোনায় মৃত্যুবরণকারী কর্মকর্তাদের পরিবারের ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিত করায় চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সময় চেয়ারম্যান রাজস্ব আহরণ করা সবাইকে রাজস্ব যোদ্ধা হিসেবে অভিহিত করার পাশাপাশি দেশের জন্য রাজস্ব আহরণ করাকে সর্বোচ্চ সম্মানের কাজ হিসেবে অভিহিত করেন। সবাইকে এই সম্মান অক্ষুন্ন রাখতে সতর্কভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন। এনবিআরের অভিভাবক হিসেবে সবার সুবিধা-অসুবিধা এবং মানবিক বিষয়সমূহ দ্রুত বিবেচনা করার আশ্বাস দেয়ার পাশাপাশি সহকর্মীদের কল্যাণে বাকাএভ নেতাদেরকে কাজ করতে বলেন। বাকাএভ নেতৃবৃন্দ রাজস্ব আদায়কে তাদের মূল কাজ হিসেবে অভিহিত করে এনবিআরের চেয়ারম্যানের নেতৃত্বে রাজস্ব আহরণের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার সহযোগী হিসেবে কাজ করার এবং চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।