প্রকাশিত :  ০৪:৫৮
৩০ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট: ০৫:২৩
৩০ ডিসেম্বর ২০২১

ফোর্বসের তালিকায় শীর্ষ ১০ ধনী

ফোর্বসের তালিকায় শীর্ষ ১০ ধনী


বিশ্বের ২৬৬০ বিলিয়নিয়ারের তালিকায় ১৮০০ জন নতুন করে নিজেদের নাম লিখিয়েছেন। এই তালিকায় এমন সম্পদশালী রয়েছেন, যাদেরকে ধনীদেরও ধনী বলা যায়। ২০২১ সালের শীর্ষ দশ ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ ৪৫৮ বিলিয়ন ডলার। তালিকায় থাকা ৬ জনই যুক্তরাষ্ট্রের অধিবাসী। তাদের অধিকাংশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রযুক্তি ব্যবসার সাথে সম্পৃক্ত। ম্যাগাজিনটির তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের এই ধনীদের সম্পদে মোট ৩০৪ বিলিয়ন ডলার যোগ হয়ছে চলতি বছরে। বাকী ৪ সৌভাগ্যশীল ধনী ভারত, ফ্রান্স, চীন এবং হংকংয়ের অধিবাসী। চলুন জেনে নিই ফোর্বসের তৈরী করা এই বছরের শীর্ষ ১০ জন

ধনী ব্যক্তির সম্পর্কে-

ইলন মাস্ক সম্পর্কে জানেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়াটাই দুষ্কর। টেসলা এবং স্পেস এক্স এর মালিক তিনি। মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৬৫.৪ বিলিয়ন ডলার। ২০২১ সালে তার উপার্জিত সম্পদের পরিমাণ ১০৯.৮ বিলিয়ন ডলারেরও বেশি। গত নভেম্বরেই মাস্ক ৩০০ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেন। তবে, টুইটারে টেসলার শেয়ার বিক্রির সংবাদ দেয়ার পরে মাস্কের এই রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফোর্বসের করা ২০২০ সালের শীর্ষ ধনীর তালিকাতেও তিনি ছিলেন। প্রায় ১১০ বিলিয়ন ডলার আয় করার মাধ্যমে ২০২১ সালেও যেন নিজের রেকর্ডকেই আবার ছুঁয়ে দিলেন তিনি।

ভারতের এই ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ ৮১.১ বিলিয়ন ডলার। চলতি বছরে তার সম্পদ বেড়েছে ৫২.৫ বিলিয়ন ডলারের মতো। আদানি গ্রুপ মূলত অবকাঠামো উন্নয়ন, বিদ্যুত প্লান্ট এবং আবাসন ব্যবসার সাথে জড়িত। চলতি বছরে আদানি গ্যাসের শেয়ার বেড়েছে ৪০০ শতাংশ। আদানি ট্রান্সমিশনের ৩৩০ শতাংশ এবং আদানি এন্টারপ্রাইজের ২৫০ শতাংশ শেয়ার বৃদ্ধি হবার ফলে আদানি এবং তার পরিবার ফোর্বস ম্যাগাজিনের তালিকার দ্বিতীয়তে স্থান করে নিয়েছেন।

গুগলের মাতৃপ্রতিষ্ঠান এ্যালফাবেটের শেয়ার ৭১ শতাংশ বেড়ে যাওয়াতে কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ল্যারি পেইজের নাম এই তালিকায় তৃতীয় স্থানে এসেছে। ল্যারি পেইজের মোট সম্পদের পরিমাণ ১২৬.৩ বিলিয়ন ডলার। চলতি বছরে তিনি আয় করেছেন প্রায় ৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি।

প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সহপ্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ল্যারি এলিসন ১৩৫.৭ বিলিয়ন ডলার নিয়ে এই তালিকার চতুর্থ অবস্থানে আছেন। তিনি ২০২১ সালে ৪৭.৫ বিলিয়ন ডলার আয় করেছেন। এলিসন টেসলার দ্বিতীয় শীর্ষ অংশীদার, যিনি টেসলার ৩ মিলিয়ন শেয়ার ক্রয় করে কোম্পানিটির ১.৫ শতাংশের মালিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ১২১.৭ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদের মালিক। ২০২১ সালে তিনি ৪৬.৭ বিলিয়ন ডলার আয় করেছেন। ব্রিন এলটিএ রিসার্চ এন্ড এক্সপ্লোরেশন নামক এয়ারশিপ কোম্পানি পরিচালনা করছেন।

ফ্রান্সের এই ধনকুবেরের মোট সম্পদের পরিমান প্রায় ১৯৪ বিলিয়ন ডলার। ২০২১ সালে আর্নল্ট এবং তার পারিবার ৪৩ বিলিয়ন ডলার আয় করেছেন। বছরের শুরুর দিকে আর্নল্টই ছিলেন বিশ্বের শীর্ষ ধনী।

মাইক্রোসফটের প্রাক্তন সিইও বলমারের মোট সম্পদের পরিমাণ ১০৭.৫ বিলিয়ন ডলার। এই বছরে তিনি মোট ৩২.৩ বিলিয়ন ডলার আয় করেছেন। বলমারের মালিকানাধীন বাস্কেটবল টিম ‘লস এঞ্জেলেস ক্লিপার্সে’র দাম ২০ শতাংশ বেড়ে গিয়েই যে তিনি এই তালিকার ৭ম অবস্থানে আছেন তা নয়।

ফোর্বসের তালিকায় স্থান পাওয়া চীনের এই ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ ৫৯.৪ বিলিয়ন ডলার। ২০২১ সালে তার আয় বৃদ্ধি পেয়েছে ৩১.৭ বিলিয়ন ডলার। ‘বাইটড্যান্স’ প্রতিষ্ঠানের মালিক ঝ্যাং ইয়ং।

ফোর্বসের এই তালিকায় স্থান পাওয়া রবিন জেং হংকং এর অধিবাসী। ইলেক্ট্রনিক গাড়ির ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘কনটেম্পোরারি এ্যাম্পেরেক্স টেকনোলজি’র মালিক তিনি। সম্প্রতি তার কোম্পানির শেয়ার ৫৮ শতাংশ বেড়ে যাওয়াতে তিনি এই তালিকার ৯ম স্থানে চলে এসেছেন।

বিল গেটস ২০২১ সালে মাত্র ১৮.৯ বিলিয়ন ডলার আয় করে ফোর্বসের করা এই তালিকার দশম অবস্থানে আছেন। সাবেক এই শীর্ষ ধনীর বর্তমান মোট সম্পদের পরিমাণ ১৩৯.২ বিলিয়ন ডলার। সাবেক স্ত্রী মেলিন্ডার সাথে বিবাহবিচ্ছেদের কারণে তার মোট সম্পত্তির পরিমাণ কমে গেছে বলে মনে করেন অনেকে। সূত্র : টিবিএস বাংলা অনলাইন, জাগোনিউজ।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর