প্রকাশিত :  ১০:০৪
২৯ ডিসেম্বর ২০২১

আখাউড়া স্থলবন্দর দুদিন আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া স্থলবন্দর দুদিন আমদানি-রফতানি বন্ধ


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের প্রবীণ ব্যবসায়ী ও সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের মৃত্যুতে যাবতীয় আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ বন্দরে কার্যক্রম বন্ধ থাকবে।

পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা দুদিন বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে বড়দিন ও স্থানীয় নির্বাচন উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ ছিল।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, দুদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।


  



Leave Your Comments




শিল্প বাণিজ্য এর আরও খবর