প্রকাশিত : ০৬:৩৭
২৯ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট: ১১:৫৪
২৯ ডিসেম্বর ২০২১
নুসরাত ইমরোজ তিশা মা হচ্ছেন চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই এ তথ্য চর্চা হচ্ছিলো শোবিজ পাড়ায়। কেবল অপেক্ষা ছিলো আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষ মঙ্গলবার এলো সেই আনুষ্ঠানিক ঘোষণা। আজ মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা উভয় আনুষ্ঠানিকভাবে নতুন প্রাণের খবর জানালেন। জানালেন তারা নুতন বছরেই বাবা-মা হচ্ছেন। চাইলেন দোয়াও।
সামাজিক যোগাযোগ মাধ্যম সন্তানসম্ভবা তিশা নির্মাতা ফারুকীর সঙ্গে দুটি ছবি পোস্ট করে সুখবরটি সবার সঙ্গে শেয়ার করেন। ছবির ক্যাপশনে লিখেন, নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো? আমি কেনো সবকিছুতে অনুপস্থিত? এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারন আমার জীবনে একটা সুখবর আসন্ন।
বাবা হওয়ার খবর বেশ উচ্ছ্বাস নিয়েই জানিয়েছেন দেশবরেণ্য নির্মাতা ফারুকী। তিশার মতো করে একই ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন ৪ লাইনের কবিতা। কবিতার পর তিশার ওয়ালে লেখাগুলোই নিজের মতো করে লিখেছেন তিনি।
নুসরাত ইমরোজ তিশা ২০১০ সালের জুলাই মাসে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।