প্রকাশিত : ০৭:০৬
৩১ মার্চ ২০২২
অর্থনীতি ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য একটি নতুন উৎপাদন লাইন স্থাপন করবে কোম্পানিটি। এ উদ্দেশ্যে প্রায় ৬৮০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা।
বুধবার (৩০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির ২৫৮তম পর্ষদ সভায় বিনিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়। পরে এক মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসই) মাধ্যমে বিষয়টি জানায় বহুজাতিক ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক প্রতিষ্ঠানটি।
অভ্যন্তরীণ উৎস এবং দেশী-বিদেশী ব্যাংকঋণের মাধ্যমে এ বিনিয়োগ করা হবে। প্রস্তাবিত উৎপাদন লাইনটি চালু হলে এটি স্থানীয় বাজারে অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়া পণ্যের চাহিদা পূরণে সক্ষম হবে। প্রতিযোগী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি এটি কোম্পানিটির প্রবৃদ্ধিতেও অবদান রাখতে পারবে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে সিঙ্গার বাংলাদেশের পরিচালনা পর্ষদ।
সমাপ্ত অর্থবছরে সিঙ্গারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৮ টাকা ৬ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৬ পয়সা।
সর্বশেষ দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও ৩২.১৫ পয়েন্ট।