প্রকাশিত :  ০৬:২৮
২৯ ডিসেম্বর ২০২১

প্রস্তুতি ম্যাচে মাহমুদুল-মুশফিকের অর্ধশত

প্রস্তুতি ম্যাচে মাহমুদুল-মুশফিকের অর্ধশত


আগের দিন বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র এক সেশনের মতো (২৭.৩ ওভার)। আজ অবশ্য প্রস্তুতির জন্য পুরো দিনটাই পেয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড একাদশ ৭ উইকেটে ১৪৬ রান করে ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ ৭৬.৪ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে ২৬৯ রান করেছে। অর্ধশত করে প্রস্তুতি সেরেছেন তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান ও অভিজ্ঞ মুশফিকুর রহিম।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালের ২ নম্বর মাঠে নিউজিল্যান্ড একাদশ ৫ উইকেটে ৭১ রান তুলতেই দিনের খেলা শেষ হয়। আবু জায়েদ ৩  ও তাসকিন আহমেদ ২টি উইকেট নিয়েছিলেন। আজ সকালে অবশ্য আগের দিনের তুলনায় ভালো ব্যাটিং করেছে নিউজিল্যান্ড একাদশ। জেকভ ভুলা করেছেন অর্ধশত। আর তাতেই নিউজিল্যান্ড একাদশ ৭ উইকেটে ১৪৭ রান করে ইনিংস ঘোষণা করে। আজ বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।

ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ফেরেন দ্রুতই।  তাঁর সঙ্গী মাহমুদুল তিনে নামা নাজমুল হাসানের সঙ্গে জুটি গড়েন। ২৭ রানে নাজমুল আউট হলেও মাহমুদুল ছিলেন স্থিতধী। ৯ রান করে টেস্ট অধিনায়ক মুমিনুল হক আউট হলেও অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে জুটি জমে মাহমুদুলের। দুজনই পান অর্ধশতক।

মাহমুদুল ১৩১ বল খেলে ১১টি চারে ৬৬ রান করেছেন, রান করেছেন উইকেটের চারপাশে। মাহমুদুলের তুলনায় আগ্রাসী ছিলেন মুশফিক। ৯১ বলে ৭টি চার ও ১টি ছক্কায় তিনিও করেছেন ৬৬। লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসানরাও ব্যাটিংয়ের সুযোগটা কাজে লাগিয়েছেন রান করে। লিটন ৪১, ইয়াসির ২১, মিরাজ ২০ রান করেছেন। তাসকিনও ব্যাট করতে নেমে ১৩ বলে করেছেন ১০।



Leave Your Comments




খেলাধুলা এর আরও খবর