প্রকাশিত :  ০৬:১০
২৯ ডিসেম্বর ২০২১

বোল্যান্ডের পেসে ধরাশায়ী ইংল্যান্ড, সিরিজ জয় অজিদের

বোল্যান্ডের পেসে ধরাশায়ী ইংল্যান্ড, সিরিজ জয় অজিদের


গতকালই টের পাওয়া গিয়েছিল, অ্যাসেজ টেস্ট বেশিদিন গড়াবে না। কিন্তু আজ সকালে প্রথম সেশনেই এ ভাবে ধারাসায়ী হবেন রুটরা তা অতি বড় ক্রিকেট লিখিয়েও আন্দাজ করতে পারেননি। জো রুট আর বেন স্টোকস (Ben Stokes) আজ সকালে ব্যাট করতে নামেন। কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি কেউই।

আড়াই দিনও গড়াল না অ্যাসেজের (Ashes) তৃতীয় টেস্ট। ৩১/৪ থেকে ৬৮ অলআউট। স্কট বোল্যান্ড, স্টার্কদের আগুনে পেসে ধরাশায়ী রুটরা (Joe Root)। এক ইনিংস ও ১৪ রানে তৃতীয় টেস্ট জিতে সিরিজ জয় অজিদের।

গতকালই টের পাওয়া গিয়েছিল, অ্যাসেজ টেস্ট বেশিদিন গড়াবে না। কিন্তু আজ সকালে প্রথম সেশনেই এ ভাবে ধারাসায়ী হবেন রুটরা তা অতি বড় ক্রিকেট লিখিয়েও আন্দাজ করতে পারেননি। জো রুট আর বেন স্টোকস (Ben Stokes) আজ সকালে ব্যাট করতে নামেন। কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি কেউই। ব্যক্তিগত ১১ রানে আউট স্টোকস। রুট, বেয়ারস্টো, উড, রবিনসনদের দ্রুত প্যাভিলিয়নে পাঠান বোল্যান্ড। একাই ৬ উইকেট নিলেন অজি পেসার। অভিষেক টেস্টেই স্বপ্নের পারফরম্যান্স ডান হাতি পেসারের। ২১ বলে ৬ উইকেট নিয়ে অভিষেকেই টেস্ট ক্রিকেটের অনন্য নজির গড়লেন বোল্যান্ড। প্রথম ইনিংসে ৫০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৮ রান করেন জো রুট।


Leave Your Comments




খেলাধুলা এর আরও খবর