প্রকাশিত :  ০৫:১১
২৯ ডিসেম্বর ২০২১

সংস্থার নাম বদলের কথা ঘোষণা করলেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। নতুন নাম ‘মেটা’।

সংস্থার নাম বদলের কথা ঘোষণা করলেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। নতুন নাম ‘মেটা’।


ইঙ্গিত আগেই মিলেছিল। সেই মতো বৃহস্পতিবার সংস্থার নাম বদলের কথা ঘোষণা করলেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। নতুন নাম ‘মেটা’। তিনি জানিয়েছেন,  সোশ্যাল নেটওয়ার্কের গণ্ডির মধ্যে আর আটকে থাকতে চাইছে না সংস্থা। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই নতুন ‘ব্র্যান্ড নেম’। সাম্প্রতিক সময়ে বারবার বিতর্কে জড়িয়েছে ফেসবুক। সেইসব থেকে শিক্ষা নিয়েই এগতে চান জুকারবার্গ। এদিন ডেভেলপারদের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট প্ল্যাটফর্মে সীমাবদ্ধ ছিলাম। বিভিন্ন সামাজিক সমস্যারও মুখোমুখি হতে হয়েছে। এসবের থেকে অনেক কিছুই শিখেছি। এবার সেই শিক্ষাকেই কাজে লাগিয়ে পরবর্তী অধ্যায় তৈরিতে মনোনিবেশ করব। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মেটাভার্স সংস্থা হিসেবেই গণ্য করা হবে বলে আমি আশাবাদী।’ একইসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের অ্যাপ ও সংশ্লিষ্ট ব্র্যান্ড অপরিবর্তিতই থাকছে।’ অর্থাত্, নাম পরিবর্তনের ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে কিছু বদল আসছে না। শুধু মূল সংস্থার নাম বদলে যাচ্ছে। কিন্তু কী এই মেটাভার্স? তারও ব্যাখ্যায় জুকারবার্গ জানিয়েছেন, এখন থেকে আমাদের ব্যবসাকে দু’ভাগে ভাগ করব। একদিকে আমাদের অ্যাপ তো থাকছেই। অন্যদিকে, ভবিষ্যতের জন্য প্ল্যাটফর্ম তৈরিরও কাজ চলবে। তার অংশ হিসেবেই সংস্থার নতুন নাম রাখা হয়েছে। এর মাধ্যমে আমরা কারা ও কী করতে চাই, তা প্রতিফলিত হবে। তাই গর্বের সঙ্গে জানাতে চাই, আজ থেকে সংস্থার নাম মেটা। 


Leave Your Comments




বিশ্ব প্রযুক্তি এর আরও খবর