প্রকাশিত :  ১০:৫৯
২৬ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৩১
২৬ সেপ্টেম্বর ২০২৪

আচমকাই বৃষ্টিভেজা নিউ মার্কেটের ভিড়ে কৌশানীর নাচ

আচমকাই বৃষ্টিভেজা নিউ মার্কেটের ভিড়ে কৌশানীর নাচ

আসন্ন পুজোর কেনাকাটার ভিড় উপচে পড়েছে কলকাতা নিউ মার্কেটে। দিনভরের বৃষ্টিতেও দমে যাননি মানুষ। পুজোর দিন যত এগিয়ে আসছে, পাল্লা দিয়ে এসপ্ল্যানেড, নিউ মার্কেটে ভিড় বাড়ছে রোজ। তবে বুধবার এই চত্বর সাক্ষী থাকল এক বিরল এক দৃশ্যের। বৃষ্টিস্নাত পথে ভিড়ের মাঝেই নাচতে দেখা গেল কৌশানী মুখোপাধ্যায়কে (Koushani Mukherjee)। নায়িকাকে ঘিরে রয়েছে রঙিন মুখের ভিড়।

কৌশানীর পরনে লাল শিফন শাড়ি। খোলা চুল। ‘বহুরূপী’দের ভিড়ে নিজের ছন্দে নেচে চলেছেন অভিনেত্রী। কিন্তু আচমকাই কেন শহরের ব্যস্ততম শপিং মার্কেটে কৌশানীর আবির্ভাব? সেখানেই এলেন, নাচলেন আর বাজিমাত করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ অভিনেত্রী। বুধবার বিকেলে নিউ মার্কেট চত্বরে এক অভিনব রঙিন অনুষ্ঠানের মাধ্যমেই মুক্তু পেল উইন্ডোজ প্রযোজনা সংস্থার পুজো রিলিজ ‘বহুরূপী’র নতুন গান ‘ডাকাতিয়া বাঁশি’। যে গানে কণ্ঠ দিয়েছেন খোদ বাস্তবের বহুরূপী লোকশিল্পী ননীচোরা দাস বাউল। তিনিও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বলাই বাহুল্য, কৌশানী মুখোপাধ্যায়ের নাচ দেখতে ভিড় একেবারে উপচে পড়েছিল সেখানে। অনেকেই মুঠোফোনে মুহূর্তবন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না। নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর মার্কেটিং স্ট্র্যাটেজি যে বরাবরই প্রশংসনীয়, তা বলাই বাহুল্য। ‘বহুরূপী’ ছবির ক্ষেত্রেও তার অন্যথা হল না।


 


Leave Your Comments




বিনোদন এর আরও খবর