প্রকাশিত : ০৬:৪৩
৩১ আগষ্ট ২০২৪
লন্ডনের কমিউনিটি হাফ ম্যারাথন ‘দ্যা বিগ হাফ’ টাওয়ার হ্যামলেটস এবং প্রতিবেশী বারাগুলির রাস্তায় ফিরে আসবে এই রবিবার ১ সেপ্টেম্বর।
২০,০০০ এরও বেশি লোক অংশ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, যার মধ্যে রয়েছে সারা রাজধানী থেকে কমিউনিটি গ্রুপ ও দাতব্য সংস্থা এবং অংশ নেবেন প্যারিস অলিম্পিয়ান ইলিশ ম্যাককলগান, ক্যালি হাগার—থ্যাকারি এবং ফিল সেসেম্যান।
অংশগ্রহণকারীদের জন্য সৌভাগ্য কামনা করছে টাওয়ার হ্যামলেটস এবং আপনি যদি একজন দর্শক হিসেবে যোগ দিতে চান, দ্য বিগ হাফ ফেস্টিভ্যাল আপনাকে স্থানীয় খাদ্য বিক্রেতা, দাতব্য সংস্থা এবং আরও অনেক কিছু প্রদর্শন করে বিনোদন দেবে।
এ ব্যাপারে আরও তথ্য জানতে হলে ভিজিট করুনঃ www.thebighalf.co.uk/