প্রকাশিত : ১৩:২৮
২৩ আগষ্ট ২০২৪
সর্বশেষ আপডেট: ১৮:১৮
২৩ আগষ্ট ২০২৪
পাঁচ ব্যাংককে এস আলমের প্রভাব মুক্ত করা হবে বলে আগেরদিন বুধবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল। ওই পাঁচ ব্যাংকই শেয়ারবাজারে তালিকাভুক্ত।
প্রভাবমুক্তির খবরে আজ বৃহস্পতিবার ব্যাংকগুলো শেয়ার দর বেড়েছে উল্লেখযোগহারে। প্রভাব মুক্ত হওয়ার খবরে ব্যাংকগুলোর শেয়ারে আজ বিনিয়োগকারীদের এমন আগ্রহ তৈরি হয়েছে, লেনদেনের এক পর্যায়ে ব্যাংকগুলোর শেয়ার বিক্রেতাসংটে পড়ে হল্টেড হয়ে গেছে।
ব্যাংকগুলো হলো- সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
ডিএসইর তথ্য অনুসারে, আজ সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে ১১ টাকায় পৌঁছেছে।
ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ৯.৯৭ শতাংশ বেড়ে ৪৩ টাকায় হয়েছে।
ইউনিয়ন ব্যাংকের শেয়ার ৯.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭ টাকায়, গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার ৯.২৩ শতাংশ বেড়ে ৭.১ টাকায় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার ৮.৬৯ শতাংশ বেড়ে ৭.৫ টাকায় হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এক ঘোষণার প্রেক্ষিতে ব্যাংকগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শীঘ্রই ব্যাংকগুলোকে এস আলমের প্রভাব মুক্ত করা হবে। ইতোমধ্যে আজ বিকালে ইসলামী ব্যাংকে নতুনপাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়াহয়েছে।
এর আগে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এই ব্যাংকগুলো থেকে শেয়ার হস্তান্তর বা বিক্রিতে এস আলম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।