প্রকাশিত : ১০:৫৯
১০ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট: ১১:০০
১০ জুলাই ২০২৪
শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা । বর্তমানে তিনি হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উর্বশী নান্দামুরি বালাকৃষ্ণার ‘এনবিকে ১০৯’ সিনেমায় অভিনয় করছেন। সেই সিনেমারই তৃতীয় লটের শুটিং চলছে হায়দরাবাদে। সেখানে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন উর্বশী।
সিনেমাটির টিমের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে অভিনেত্রীর ফ্র্যাকচার হয়েছে, এরপরই ব্যথা শুরু হয়।
তেলুগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববির নির্মাণে ‘এনবিকে ১০৯’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী।
৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে এই প্যান ইন্ডিয়ান সিনেমা।
উর্বশী ছাড়াও আরো তিন সুপারস্টার সিনেমাটিতে অভিনয় করছেন। তারা হলেন নান্দামুরি বালাকৃষ্ণা, ববি দেওল, দুলকার সালমান। সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে এটি।