প্রকাশিত :  ১৩:৫৫
০২ জুলাই ২০২৪

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের তুলনায় জুলাই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে নতুন এ দাম ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে ১২ কেজি সিলিন্ডারের দাম মে মাসের তুলনায় জুনে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মার্চ ২০২৪ থেকে সরকার কর্তৃক মাসভিত্তিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সরকার ১ জুলাই থেকে ডিজেলের মূল্য প্রতি লিটার ১০৭.৭৫ টাকা থেকে ১০৬.৭৫ টাকায় হ্রাস করা হয়। 

এর আগে টানা ৮ মাস বাড়ার পর গত এপ্রিল মাসে দাম কমেছিল এলপি গ্যাসের। সেই ধারাবাহিকতায় মে ও জুন মাসেও কমেছিল এলপিজির দাম।



Leave Your Comments




শিল্প বাণিজ্য এর আরও খবর