প্রকাশিত :  ০৮:৪৪
১৮ জুন ২০২৪

পাঁচ সপ্তাহে বিনিয়োগকারীদের ৭৮ হাজার কোটি টাকা গায়েব

পাঁচ সপ্তাহে বিনিয়োগকারীদের ৭৮ হাজার কোটি টাকা গায়েব

পতনের মাতম চলছে দেশের শেয়ারবাজারে। এই পতনের ধারাবাহিতকায় গত সপ্তাহেও (০৯-১৩ জুন) বিনিয়োগকারীদের মূলধন কমেছে। আলোচ্য সপ্তাহে বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছে ১২ হাজার ৮৮৪ কোটি টাকা। আগের ৪ সপ্তাহে ছিল ৬৪ হাজার ৭৭১ কোটি টাকা। এতে দেখা যায়, গত ৫ সপ্তাহে বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছে ৭৭ হাজার ৬৫৫ কোটি টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৪৬ হাজার ৪৭৮ কোটি টাকায়। আর সপ্তাহের শেষ কর্মদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৩৩ হাজার ৫৯৪ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১২ হাজার ৮৮৪ কোটি টাকার।

এর আগের ৪ সপ্তাহে বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছে ৬৪ হাজার ৭৭১ কোটি টাকা। যার ফলে গত ৫ সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছে ৭৭ হাজার ৬৫৫ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২৫৮ কোটি ৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫০ কোটি ৭৫ লাখ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০৭ কোটি ২৮ লাখ টাকার বা ১৬ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২০ পয়েন্ট বা ২.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১১৭ পয়েন্টে। যা আগের ৪ সপ্তাহে কমেছিল ৪২৪ পয়েন্ট। এমন পতনে সূচকটি ৩ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। গত সপ্তাহে অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮২১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৪টির বা ১৩.৭০ শতাংশের, কমেছে ৩২৩টির বা ৮১.৯৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির বা ৪.৩ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৫২ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯৯ পয়েন্ট বা ২.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৫৪৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৬টির দর বেড়েছে, ২৪৬টির দর কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।


Leave Your Comments




পুঁজি বাজার এর আরও খবর