প্রকাশিত : ০৬:৫৫
২৮ ডিসেম্বর ২০২১
ঢাকাই সিনেমার রাজ্যে গত এক দশকের একচ্ছত্র অধিপতি ঢালিউড কিং। বলছি সুপারস্টার শাকিব খানের কথা। অখ্যাত এক যুবক মাসুদ রানার সুপারস্টার শাকিব খান হয়ে ওঠার গল্প নিয়েই এবার তৈরি হচ্ছে সিনেমা ‘স্টোরি অব শাকিব খান’।
মাসুদ রানা থেকে নায়ক শাকিব খান!
সম্প্রতি পরিচালক সমিতিতে একটি নতুন সিনেমার নাম নিবন্ধিত হয়েছে। জানা গেছে, গুণী নির্মাতা এফ আই মানিকের এই নতুন সিনেমার নাম ‘স্টোরি অব শাকিব খান’। তাহলে কি এবার শাকিব খানের বায়োপিক নির্মাণ করবেন এই গুণী নির্মাতা।
এফ আই মানিক গণমাধ্যমকে জানিয়েছে, ঢাকাই সিনেমার প্রধান নায়ক শাকিব খানের জীবনের একটি অংশ থেকে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। কিন্তু এখানে শাকিব খানের শৈশব-কৈশোরের গল্প থাকবে না। থাকবে রঙিন দুনিয়ায় প্রবেশের ঠিক পূর্ব থেকে জনপ্রিয় নায়ক হয়ে ওঠার গল্প।
তবে শাকিব খানের চরিত্রে কে কাজ করবে তা এখনও ঠিক জানা যায়নি। অন্যতম পার্শ্ব-অভিনেত্রী অপু বিশ্বাসের চরিত্রে কাকে দেখা যাবে সে বিষয়েও কোনো তথ্য জানাননি বরেণ্য এই নির্মাতা।
শাকিব খানের আসল নাম মাসুদ রানা। সিনেমা দুনিয়ায় শাকিব খান নামটি কীভাবে পেলেন সে গল্পটিও দর্শকরা দেখতে পাবেন এই সিনেমায়।