প্রকাশিত :  ১৭:৪৬
১১ মার্চ ২০২২

নদী বাঁচাতে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক শাসন

নদী বাঁচাতে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক শাসন

নদীমাতৃক এ দেশে জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য নদ-নদী। ছোট বড় মিলিয়ে এর সংখ্যা প্রায় ৭০০। তবে দুঃখজনক হলেও সত্য, আজকাল এসব নদ-নদী চলার গতি হারিয়ে ফেলছে। ফলে নদীর বুকে জেগে উঠেছে চর। যা মোটেও কাম্য ছিল না। কেননা নদী এদেশের প্রাণ। তাই নদীকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। নদীর নাব্যতা বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। আরো যে কাজটি করা প্রয়োজন; তা হলো নদীকে বিজ্ঞানভিত্তিক শাসন। দেশে যে স্বল্প সংখ্যক ড্রেজার রয়েছে এগুলোর মাধ্যমে অব্যাহত ড্রেজিং কার্যক্রম চালিয়ে যেতে হবে। প্রয়োজনে বাড়তি ড্রেজার বিদেশ থেকে আমদানি করতে হবে। এই কাজ প্রথমে দেশের বড় নদ-নদীতে করতে হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য নদীতে করতে হবে। আর এর মাধ্যমে নদীর হারানো যৌবনকে ফিরিয়ে আনা সম্ভব হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আর্কষণ করছি।

মানিক উল্লাহ

বাকলিয়া, চট্টগ্রাম।


Leave Your Comments




পাঠকের চিঠি এর আরও খবর