প্রকাশিত : ০৮:০৬
২৭ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট: ০৮:৪০
২৭ ডিসেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক: ্সংকট কাটিয়ে ফরচুন সুজ সম্ভাবনার নতুন দিগন্ত উম্মোচন করতে যাচ্ছে ।
চলতি বছরের জুলাই মাসে ৪০ লাখ ডলারের জুতা রপ্তানী সাফল্যজনক ভাবে সম্পন্নের ধারাবাহিকতায় নতুন করে আরো রপ্তানী বাণিজ্য চুক্তি এবং এর ফলশ্রুতিতে জুতা তৈরিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে মোটা অংকের ঋণ পাচ্ছে। কোম্পানী এবং ব্যাংকের বিশেষ একটি সুত্র এমন তথ্য নিশ্চিত করেছেন ।
চলতি বছরের ১৯ শে জুলাই যুক্তরাস্ট্রের স্বনামধন্য প্রতিষ্ঠান ফ্যাশন ডিজাইনার স্টিভ ম্যাডেন ফরচুন সুজ এর সঙ্গে চুক্তিবদ্ধ হয় । চুক্তি অনুসারে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য অক্টোবর মাসের মধ্যে জাহাজ যোগে ৪০ লাখ ডলারের জুতা রপ্তানী করা হয়েছে । তবে বাংলাদেশের কোনো কোম্পানির সঙ্গে প্রথম বাণিজ্য চুক্তি করে স্টিভ ম্যাডেন ।
প্রসঙ্গত উল্লেখ্য যে ফরচুন গ্রুপ আগামী দিনে অতি স্বল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক মানের দেশীয় নিজস্ব পণ্যের সমাহারে একশটি দৃষ্টি নন্দন গ্যালারীর প্রতিষ্ঠা করতে যাচ্ছে । অপরদিকে বিনিয়োগকারীদের জন্য সুখবর হচ্ছে ফরচুন সুজ এর আগামী প্রান্তিকের শেয়ার প্রতি আয় ( ই পি এস) এ থাকছে নতুন চমক ।