প্রকাশিত :  ১০:২৮
২৬ ডিসেম্বর ২০২১

এবারের রিহ্যাব মেলায় ছোট ফ্লাটের খোঁজ ক্রেতারা

এবারের রিহ্যাব মেলায় ছোট ফ্লাটের খোঁজ ক্রেতারা


আবাসন ব্যবসায়ী ও ক্রেতাদের মিলন মেলায় রূপ নিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পাঁচ দিনব্যাপী আবাসন মেলা। এবারের আগত ক্রেতাদের ছোট ফ্লাটের খোঁজ বেশি নিচ্ছে বলে অংশগ্রহণকারি ব্যবসায়ীরা জানিয়েছেন।

প্রতিবছরের ন্যায় মেলা উপলক্ষে বিভিন্ন আবাসন নির্মাতা প্রতিষ্ঠান প্লট ও ফ্ল্যাটের ওপর বিশেষ ছাড় দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রিহ্যাব ফেয়ার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

সরকারি ছুটির দিন থাকায় এদিন রিহ্যাব ফেয়ারে উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার উদ্বোধন হলেও মেলার চিরচেনা রূপ দেখা যায় শনিবার। সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। মেলায় সামর্থ্যের মধ্যে পছন্দের ফ্ল্যাট খুঁজছেন ক্রেতারা।

মেলা কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সোহেল রানা বলেন, এক ছাতার নিচে দেশের সব আবাসন ব্যবসায়ীদের নিয়ে এসেছে ক্রেতাদের কাছে সহজভাবে এখাতের তথ্য উপাত্ত উপস্থাপনের লক্ষ্যে এই মেলার আয়োজন। ছুটির দিনে আজ বেশি উপস্থিতি। অন্য দিনগুলোতেও ভালো লোক সমাগন হচ্ছে। প্রতিবছরই মেলা থেকে আমরা ভালো সাড়া পাই, এবারও পাচ্ছি। করোনার মধ্যে এই সেক্টরে যে সংকট সৃষ্টি হয়েছিল আশা করছি এই মেলা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। ইনটেক প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফখরুল ইসলাম জানান, আজ মেলার দ্বিতীয় দিন। শুক্রবার উপস্থিতি কম হলেও আজ আদর্শনার্থীর বেশি। আমাদের বেশ কিছু ফ্ল্যাট বিক্রি হয়েছে। আশা করছি যে লক্ষ্য নিয়ে মেলায় অংশ নেয়া তার পুরন হবে।

জিএসবি হোল্ডিংয়ের অপারেশনাল ম্যানেজার মামুন জানান, ছোট ফ্লাটের চাহিদা বেশি রয়েছে। সব ধরনের গ্রাহকদের কথা চিন্তা করে আমাদের এখানে ছোট বড় সব ধরণের ফ্ল্যাট রয়েছে। ১১০০ বর্গফুট থেকে শুরু করে ৪ হাজার ৫০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। মেলা উপলক্ষ্যে আমাদের বেশি কিছু অফার রয়েছে। ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত ফ্ল্যাট বুকিং ও ক্রয়ে বিশেষ ছাড় রয়েছে বলে তিনি জানান।

ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক প্রতিষ্ঠান প্লট কিংবা ফ্ল্যাট বুকিংয়ে দিচ্ছে বিশেষ ছাড়। মেলায় ঘুরে ঘুরে সাধ আর সাধ্যের মধ্যে ফ্ল্যাট পছন্দ করেন দর্শনার্থীরা। কেউ কেউ বুকিংও দিচ্ছেন মেলায় এসে।

এবারের মেলায় প্রায় ১৫০ আবাসন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় রয়েছে ২২০ স্টল। এছাড়া মেলায় ১৫ নির্মাণসামগ্রী এবং ৩০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিটি নাগরিকের স্বপ্ন সুন্দর জায়গায় একটি নিজস্ব বাসস্থান। সাধ ও সাধ্যের সমন্নয় ঘটাতে অনেক নাগরিক খোঁজ করেছেন ছোট ফ্ল্যাটের। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন ছাড় দিচ্ছে মেলায় অংশ নেওয়া ডেভেলপার প্রতিষ্ঠানসমূহ।

২৩ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি মেলার উদ্বোধন করেন। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এবছর প্রতিদিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। রিহ্যাব ফয়ার শেষ হবে ২৭ ডিসেম্বর।

চলছে রিহ্যাব ফেয়ার ২০২১। মেলার ২য় দিন সরকারি ছুটি থাকায় ক্রেতা সমাগম বেশি হওয়ায় জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তাদের ফ্ল্যাট এবং প্লট এর বিভিন্ন দিক তুলে ধরেন ক্রেতাদের নিকট। একসঙ্গে বিভিন্ন কোম্পানির ফ্ল্যাট ও প্লটের খোঁজ নেন ক্রেতারা। মেলায় অনেকেই আসেন পরিবারের সদস্যদের নিয়ে। কেউ আসেন বন্ধু বান্ধবদের সাথে নিয়ে। এক ছাদের নিচে গৃহঋণসহ নির্মাণ সামগ্রীর সমাহার থাকায় সন্তোস প্রকাশ করেন ক্রেতা সাধারণ। এবারের মেলায় ক্রেতাদের বেশি আগ্রহ ছোট ফ্লাটে।


Leave Your Comments




শিল্প বাণিজ্য এর আরও খবর