প্রকাশিত :  ১০:০১
২৩ জুন ২০২৩

আলহাজ টেক্সটাইলে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

আলহাজ টেক্সটাইলে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন, আইনজীবী একেএম হারুনুর রশিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রাজু হাওলাদার পলাশ। এর মধ্যে এএমএম নাসির উদ্দিনকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩০ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৮ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৭ পয়সায়।


Leave Your Comments




কোম্পানি সংবাদ এর আরও খবর