প্রকাশিত : ১০:০১
২৩ জুন ২০২৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন, আইনজীবী একেএম হারুনুর রশিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রাজু হাওলাদার পলাশ। এর মধ্যে এএমএম নাসির উদ্দিনকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩০ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৮ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৭ পয়সায়।