প্রকাশিত :  ০৫:৪৪
২৬ ডিসেম্বর ২০২১

ইসরায়েলকে সতর্ক করতেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ইরানের

ইসরায়েলকে সতর্ক করতেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ইরানের


পাঁচদিনের সামরিক মহড়া শেষে ১৬টি সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড ক্যুর (আইআরজিসি)। আঞ্চলিক শত্রু হিসেবে বিবেচিত ইসরায়েলকে লক্ষ্য করেই এ সামরিক মহড়া চালানো হয়েছে বলে জানায় প্যারামিলিটারি বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। খবর রয়টার্স ও আল জাজিরা।

আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি জানান, এ মহড়া ছিল ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সুস্পষ্ট ও কঠোর হুঁশিয়ারি। তেল আবিব যেন অতীতের মতো কোনো ভুল করে না বসে, কারণ ইসরায়েল আরেকবার ভুল করলে তেহরান তেল আবিবের হাত ভেঙে গুঁড়িয়ে দেবে। আইআরজিসির কমান্ডার বলেন, শুক্রবারের মহড়ায় বিভিন্ন স্থান থেকে একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার সফল পরীক্ষা চালানো হয়েছে।

তিনি বলেন, এ মহড়া ছিল অ্যাটাক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যৌথ মহড়া, যেগুলোর প্রত্যেকটি দিয়ে নির্ভুলভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়।

 জেনালের সালামি বলেন, সবাই প্রত্যক্ষ করেছেন নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো অভীষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হেনেছে। অ্যাঙ্গেল পরিবর্তন করে দিলেই এগুলো শত্রুর প্রকৃত লক্ষ্যবস্তু ধ্বংস করে দেবে।


Leave Your Comments




বিশ্ব প্রযুক্তি এর আরও খবর