প্রকাশিত : ১৯:৩৪
২১ জুন ২০২৩
নতুন মুদ্রানীতি ঘোষণার পরের দিন সোমবার (১৯ জুন) শেয়ারবাজারে বড় চাঙ্গাভাব দেখা গেছে। কিন্তু একদিন বাদেই ফের পতনে রুপ নেয় উভয় বাজার। তবে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারবাজারের লেনদেন ও দাম বৃদ্ধিতে দৌরাত্ব দেখিয়েছে দুর্বল মৌলের স্বল্প মূলধনী কোম্পানিগুলো। ডিএসইর শীর্ষ লেনদেনের ১০ কোম্পানির তালিকায় আজ উঠে এসেছে জেমিনি সী ফুড, বিএসসি, ইস্টার্ন হাউজিং, ইয়াকিন পলিমার, পেপার প্রসেসিং, সিমটেক্স, ট্রাস্ট ইসলামী লাইফ, নাভানা ফার্মা ও খান ব্রাদার্স।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে বিএসসি, ইস্টার্ন হাউজিং ছাড়া বাকি প্রায় সবগুলো কোম্পানিই দুর্বল মৌলের। কেবল কারসাজির কারণেই কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনে উল্লম্ফন দেখা দিয়েছে।
অন্যদিকে, আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে অলিম্পিক এক্সেসরিজ, প্রাইম লাইফ, সিমটেক্স, নর্দার্ন জুট, জিকিউ বলপেন, আরএসআরএম, আজিজ পাইপ, ইয়াকিন পলিমার, বিডি থাই ও খান ব্রাদার্স।
কোম্পানিগুলোর মধ্যে প্রায় সবগুলো শেয়ারই দুর্বল মৌলের ও লোকসানি কোম্পানি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, কেবল কারসাজির কারণেই কোম্পানিগুলোর শেয়ার দরে বড় উত্থান দেখা দিয়েছে। আবার কোনো কারণ ছাড়াই হরহামেশা এসব কোম্পানির শেয়ারে বড় পতন দেখা যায়। যে কারণে এসব দুর্বল মৌলের শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সাবধানতা অবলম্বন করতে হবে।