প্রকাশিত :  ০৯:০২
১৮ জুন ২০২৩

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতেই হবে : পুতিনকে রামাফোসা

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতেই হবে : পুতিনকে রামাফোসা

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ইউক্রেনের যুদ্ধ অবশ্যয় বন্ধ করতে হবে।

একটি শান্তিপ্রার্থী প্রতিনিধিদলের অংশ হিসেবে রাশিয়ায় অবস্থানকালে স্থানীয় সময় শনিবার সেন্ট পিটার্সবার্গে ১৮ শতকের কনস্টান্টিনোভস্কি প্রাসাদে পুতিনকে এ তাগিদ দেন রামাফোসা।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রামাফোসা আফ্রিকার শান্তি উদ্যোগের অংশ হিসেবে ১০ দফা প্রস্তাব পেশ করেন। ‘কনফিডেন্স বিল্ডিং মেজরস’ শিরোনামে এসব মতৈক্য প্রতিষ্ঠা করতে চাইছেন তিনিসহ আফ্রিকার অন্য নেতারা।

রামাফোসা বলেন, ‘এই যুদ্ধ শেষ করতে হবে…এটা অবশ্যই আলোচনা ও কূটনৈতিকভাবে নিষ্পত্তি করতে হবে।’

তিনি বলেন, আফ্রিকার সাত নেতার সমন্বয়ে তৈরি প্রতিনিধিদলের বার্তা পরিষ্কার। তা হলো এই যুদ্ধ বন্ধ করতে হবে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া, যাকে ‘বিশেষ সামরিক অভিযান’ আখ্যা দেন পুতিন। প্রায় দেড় বছরেও যুদ্ধ বন্ধে স্পষ্ট কোনো বার্তা দেয়নি রাশিয়া কিংবা ইউক্রেন।

রামাফোসা বলেন, ‘এ যুদ্ধ আফ্রিকা মহাদেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং বস্তুত বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক দেশের ওপরই এমন প্রভাব ফেলেছে।’

সূত্র : আল-জাজিরা



Leave Your Comments




লভ্যাংশ ঘোষণা এর আরও খবর