প্রকাশিত : ১৯:০৬
০৯ জুন ২০২৩
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বিদায়ী সপ্তাহে ৩০ জুন ও ৩১ ডিসেম্বর’২২ সমাপ্ত অর্থবছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। এই দুই কোম্পানির মধ্যে রয়েছে এমারেল্ড অয়েল এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড।
এমারেল্ড অয়েল: শেয়ারবাজারের তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুলাই ২০২২ থেকে জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কর-পরবর্তী মুনাফা করেছে ৫ কোটি ২০ লাখ টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৮ পয়সা। সেই মুনাফা থেকে বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে।
ইন্টারন্যাশনাল লিজিং: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ০৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৯ টাকা ২৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬২ টাকা ২৪ পয়সা দায়।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুন ২০২৩।