প্রকাশিত : ১৪:১০
১৭ এপ্রিল ২০২৩
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের(ডিএসই-সিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ৪১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ব্যাংকটি ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর কোম্পানিটি তা বিতরণে বিএসইসির সম্মতির জন্য প্রেরণ করে।
বিএসইসি ব্যাংকটির বোনাস শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি জানিয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকও কোম্পানিটির বোনাস শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি জানিয়েছে।