প্রকাশিত : ০৮:৫৪
২৩ ডিসেম্বর ২০২১
ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা জেলা আদালতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণস্থল থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসার সময় গুরুতর আহত হয়েছেন অনেকে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে লুধিয়ানা জেলা আদালতের চার তলায় এ বিস্ফোরণ ঘটে। পরে গোটা আদালত চত্বর সিল করেছে পুলিশ। খবর- আনন্দবাজার পত্রিকার
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। কারা এবং কী কারণে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে ভারতের পুলিশ।