প্রকাশিত :  ০৮:০৯
২২ নভেম্বর ২০২১

অ্যাপের মাধ্যমে ঋণ পাচ্ছেন পোশাক শ্রমিকরা

অ্যাপের মাধ্যমে ঋণ পাচ্ছেন পোশাক শ্রমিকরা

এ প্রকল্প সফল হলে পরে দেশের সব পোশাক কারখানার শ্রমিকদের জন্য ঋণ কার্যক্রম চালু করবে প্রাইম ব্যাংক।

এজন্য পোশাক শ্রমিকদের প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট খুলে মোবাইল ফোনের অ্যাপস্টোর থেকে প্রাইম অগ্রিম অ্যাপটি ডাউনলোড করে লগইন করতে হবে। লগইন করার সঙ্গে সঙ্গে প্রাইম ব্যাংকের কাছে নোটিফিকেশন যাবে। তারপর প্রাইম ব্যাংক গ্রহীতার ঋণ সক্ষমতা যাচাই করে ঋণ বিতরণ করবে। এজন্য গ্রহীতাদের ব্যাংকে যেতে হবে না। ঘরে বসেই পেয়ে যাবেন ঋণ।  

এ বিষয়ে প্রাইম ব্যাংকের ডিজিটটাল ব্যাংকিং ডিভিশনের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট মাজিদ উল হক বাংলানিউজকে বলেন, পোশাক শ্রমিকদের বেতন কম। তারা ব্যাংক থেকে সরাসরি ঋণ পান না। আমরা তাদেরই ঋণ দেবো।

সুইসকন্টাক্ট এবং ব্রিটিশ ফিন-টেক আগাম (AGAM) ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঋণ কার্যক্রম চালু করেছে প্রাইম ব্যাংক।


Leave Your Comments




বিশ্ব পণ্যবাজার এর আরও খবর